আমি রেজওয়ান তানিম চৌধুরী।বাবা-মার একমাত্র আদরের সন্তান।। আমার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান।।আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র।। আর সেই সাথে রাজনীতির সাথেও জড়িত।।বাবার সুবাদে রাজনীতিতে আমার প্রভাব সুবিশাল।।
এবার গল্পে আসা যাক।।আমি আগেই বলেছি আমি রাজনীতির সাথে জড়িত,তাই কলেজে ১ম বর্ষের শিক্ষার্থীদের মাঝে নিজের প্রভাবটাকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে আমার অনুসারীদের নিয়ে ১ম বর্ষের শিক্ষার্থীদের তাদের ক্লাস থেকে বের করে কলেজ মাঠে একত্রিত করছিলাম।।প্রায় সবগুলো ক্লাসেই গেলাম।।সবকিছু ঠিকভাবেই চলছিল।।কিন্তু বিপত্তি দেখা দিল তখন,যখন আমি ইংলিশ ডিপার্টমেন্টে প্রবেশ করলাম।।সকলেই আমার প্রতি সম্মান দেখাতে দাড়িয়ে আমাকে সালাম দিল কিন্তু একটা মেয়ে এতে কোনো ভ্রুক্ষেপই করল না।।এতে আমার বন্ধু সোহান মেয়েটাকে বকতে শুরু করলো কিন্তু তারপর যা ঘটলো তার জন্য কেউই প্রস্তুত ছিলাম না।।মেয়েটি সোহানকে থাপ্পড় মেরে বসলো।।সবাই তো অবাকের চরম পর্যায়ে।।আমি নিজেও অবাক হয়ে গেলাম মেয়েটির এমন আচরণে।।